ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার এখনো তফসিল ঘোষণা হয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা, ইউনিয়ন ও উপজেলার কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে নির্বাচনী আমেজ এখন সর্বত্র।
অপর দিকে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু কোনো নির্বাচনের যোগ্য নয় বলে মন্তব্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে দলটির সাংগঠনিকভাবে কোনো প্রচারণা নেই। তবে প্রতিটা ইউনিয়নেই বিএনপির একাধিক প্রার্থী নীরব প্রচারণা চালিয়ে যাচ্ছে। চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগের প্রচার-প্রচারণা শুরু হয়। পাড়া মহল্লায় প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে।