জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ সাদাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে আব্দুল জলিল কারিগরি কলেজ মাঠে এ গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় মাহমুদপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ মির্জা আজম। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে বক্তব্য দেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র, শফিক জাহিদী রবিন, প্রমুখ।