হোম > ছাপা সংস্করণ

ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বড় ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় তিন মাস ধরে একাধিকবার ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার থানায় মামলা করেন ওই গৃহবধূ।

গ্রেপ্তার হওয়া দেবরকে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষণের ভিডিওচিত্র করে জিম্মি করার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

মামলার এজাহার ও ঘটনার শিকার গৃহবধূর সঙ্গে আলাপ করে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করছিলেন দেবর। প্রায় তিন মাস আগে ঘরে একা পেয়ে দেবর তাঁকে ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার তাঁকে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ৪ ডিসেম্বর বিকেলেও তাঁকে ধর্ষণ করা হয়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বিষয়টি পাঁচ-ছয় দিন আগে তিনি স্বামীকে খুলে বলেন। এ নিয়ে পারিবারিকভাবে আপসের চেষ্টা ব্যর্থ হয়। এরপর স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এসে মামলা করেন ওই গৃহবধূ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তিনি এখন জেলা কারাগারে রয়েছেন। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ