টাঙ্গাইলে দরিদ্র অসহায় লোকজনকে কম্বল ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে খাস কাকুয়া উচ্চবিদ্যালয়ে এ উপলক্ষে গতকাল শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল সদর উপজেলা সমিতির ঢাকা আহ্বায়ক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা সমিতি ঢাকার আহ্বায়ক চিকিৎসক মো. শাহ আলম, সদস্য শওকত আলী, নাহিদা হোসেন বন্যা, জি এম নুরে আলম, আশরাফ আলী, মুকুল চৌধুরী, আব্দুর নুর রবিন, মাসুদুল করিম, আব্দুল মজিদ, এম এ মজিদ, তোফাজ্জল হোসেন, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক হাজারেরও বেশি মানুষের মধ্য কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দেশসেরা অভিজ্ঞ চিকিৎসকেরা ওই ইউনিয়নের অসহায় ও দুস্থ লোকজনকে বিনা মূল্য চিকিৎসাসেবা দেন।