হোম > ছাপা সংস্করণ

ভোটের দিনের চালচিত্র

মীর রাকিব হাসান

প্রার্থীদের অভিযোগ

দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ‘ভোটারদের টাকা দেয়ার অভিযোগ’ তোলেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে নির্বাচনের ইমেজ নষ্ট করা হচ্ছে। ভোটারদের টাকা নয়, নির্বাচনের ব্যাজ পরিয়ে দিচ্ছিলাম।’
অন্যদিকে টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে এ ধরনের কোনো অভিযোগের কথা শোনা যায়নি।

সভাপতিদের সৌহার্দ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই প্যানেলের দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগরকে দেখা গেল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। একসঙ্গে খোশগল্পের ফাঁকে ভোট প্রার্থনাও করছিলেন দুজন। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘প্রার্থীদের আচরণ কেমন হবে, তা আমাদের দুই প্রার্থীর আচরণই বলে দিচ্ছে। এটাই শিল্পীদের পরিচয়।’

মামলা নয়

শতাধিক শিল্পীর ভোটাধিকার বাতিল করার বিষয়ে জায়েদ খানের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিলেন আলমগীর। তবে ভোট দিতে এসে বলেন, ‘মামলা তো সত্যি সত্যি করব না। নির্বাচনের পূর্বে বিপরীতমুখী অনেক কথা হয়, কিন্তু নির্বাচনের পরে আমরা সবাই এক।’
পরিচালক সমিতির ক্ষোভ
শুক্রবার সকাল থেকেই পরিচালক, প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের মোট ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি এফডিসির এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ৪৪ বছর ইন্ডাস্ট্রিতে। এমন জঘন্য অবস্থা আমি কখনো দেখিনি, জঘন্য এমডি কখনো দেখিনি।’

পরিচালক সমিতির ক্ষোভ

শুক্রবার সকাল থেকেই পরিচালক, প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের মোট ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি এফডিসির এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ৪৪ বছর ইন্ডাস্ট্রিতে। এমন জঘন্য অবস্থা আমি কখনো দেখিনি, জঘন্য এমডি কখনো দেখিনি।’

দুই সংগঠনের সদস্য

অনেক শিল্পীই দুই সংগঠনের সদস্য হওয়ায় দুই জায়গায় ছুটতে হয়েছে তাঁদের। এ তালিকায় আছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, শাহরিয়ার নাজিম জয়, মাহফুজ আহমেদসহ অনেকেই। এর মধ্যে প্রথমবার শিল্পী সমিতির ভোট দেন আসাদুজ্জামান নূর। বিদায়ী সভাপতি হলেও শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেননি শহীদুজ্জামান সেলিম।

সময় বাড়ানো হয়

সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত সময় বেধে দিলেও নির্ধারিত সময়ে শেষ করা যায়নি ভোটদান প্রক্রিয়া। তাই দু-ঘণ্টা বাড়ানো হয় অভিনয়শিল্পী সংঘের সময়সীমা। আর চলচ্চিত্রশিল্পী সমিতির ভোটদান চলে ৬টা ১০মিনিট পর্যন্ত।

ভোটারের অনুভূতি

যাঁরা জয়ী হবেন, তাঁরা শিল্পীদের স্বার্থে কাজ করবেন। শিল্পীরা যাতে অভিনয়টা পেশা হিসেবে নিতে পারেন, সে বিষয়ে আরও গুরুত্ব দেবেন, সুখে-দুঃখে শিল্পীদের পাশে থাকবেন—এটাই আমার চাওয়া।—আসাদুজ্জামান নূর

আমাদের নির্বাচন সবসময় উৎসবমুখর পরিবেশে হয়। এবারও তা-ই হচ্ছে। কোভিড সিচুয়েশনে অনেকের সঙ্গে দেখা হয় না। নির্বাচন ঘিরে সবার সঙ্গে দেখা হচ্ছে।—জাহিদ হাসান

আমি পরিবর্তনে বিশ্বাসী। শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন আসা উচিত। যাঁরা জয়ী হবেন, তাঁরা যেন ফিল্মের উন্নতির জন্য কাজ করেন। —বিদ্যা সিনহা সাহা মিম

বলতে গেলে এফডিসিতেই আমার জন্ম। প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছি। এটা অন্য রকম অনুভূতি। উৎসব দেখে খুব ভালো লাগছে। এই উৎসব চলতে থাকুক। শিল্পীদের আনাগোনায় মুখর থাকুক এফডিসি।—প্রার্থনা ফারদিন দীঘি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ