হোম > ছাপা সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পলাতক স্বতন্ত্র প্রার্থী

দুর্গাপুর প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর গ্রেপ্তার এড়াতে গাঁ ঢাকা দিয়েছেন দুর্গাপুরের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মৃধা। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়েছেন। তবে, গতকাল সোমবার প্রতীক বরাদ্দের দিনে তা নিতে আসেননি তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান। তিনি বলেন, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারি মাড়িয়া ইউপিতে ভোট। তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুজন সশরীরে প্রতীক নিতে এলেও আসেননি আব্দুল লতিফ মৃধা। উপজেলা নির্বাচন অফিস থেকে সুজন নামের এক ব্যক্তি তাঁর পক্ষে প্রতীক সংগ্রহ করেন।

গত ১৪ ডিসেম্বর শাকিল আলী নামের ছাত্রলীগের এক কর্মী দুর্গাপুর থানায় আব্দুল লতিফ মৃধার বিরুদ্ধে মামলাটি করেন।

আব্দুল লতিফ মৃধা গত ৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন যে সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক (নৌকা) পাইয়ে দিতে মনোনয়ন বাণিজ্য করছেন। এ ছাড়া নিয়োগ বাণিজ্য করে অনেক টাকা রোজগার করেছেন তিনি।

এ বিষয়ে জানতে আব্দুল লতিফ মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শুনেছি তিনি ঢাকায় অবস্থান করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ