গাইবান্ধায় মা ও মেয়েকে ধর্ষণের কথিত তিন জিনের বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার গাইবান্ধার নারী শিশু দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. আব্দুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন এমদাদুল হক, বেলাল হোসেন ও খাজা মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দণ্ডপ্রাপ্ত কথিত জিনের বাদশা চক্র জামালপুরের সরিষাবাড়ী থেকে মা ও মেয়েকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আসতে বলেন।
গভীর রাতে অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাওয়ার লোভে মা ও মেয়ে প্রতারক চক্রের ফাঁদে পা দেন।
পরে প্রতারকেরা মা ও মেয়েকে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তাঁদের মুখ বেঁধে প্রথমে মেয়ে ও পরে মাকে পালাক্রমে ধর্ষণ করে।