ময়মনসিংহে বিভিন্ন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকরভাবে খাদ্য রাখায় রেস্টুরেন্ট মালিকদের সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে নগরীর নতুন বাজার ও চরপাড়া এলাকার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল এলাকার একটি খাবারের দোকানে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে দই রাখার অপরাধে এবং চরপাড়া মোড়ে একটি মুরগির দোকানে মূল্য তালিকা না টানানোয় দুই মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই এলাকায় মাস্ক না পরায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেগুফতা মেহেনাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক ও প্রসিকিউটিং কর্মকর্তা মো. মাহবুব হোসেন, পেশকার উত্তম পন্ডিতসহ পুলিশ সদস্যরা।
একই দিন বিকেলে নতুনবাজার এলাকার নবাবী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণের দায়ে রেস্টুরেন্ট মালিককে এই জরিমানা করা হয়।