রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মুহাম্মদ শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মুহাম্মদ আবদুল ওহাব কবিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।