হোম > ছাপা সংস্করণ

মা-বাবার কাছে ফিরতে চায় রাসেল

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

শিশু রাসেল ফিরে যেতে চায় তার মা-বাবার কাছে। সে তার দাদার সঙ্গে ঢাকা শহরে ঘুরতে এসে হারিয়ে যায়।

শিশু রাসেল এখন মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামের মটবাড়ি গ্রামের আজিজুল ব্যাপারীর বাড়িতে রয়েছে।

শিশু রাসেল গত শনিবার তার দাদা আবু বাশার শেখের সঙ্গে ঢাকায় ঘুরতে যায়। সেখানে সে হারিয়ে যায়। ঢাকার বাবু বাজার এলাকায় বসে শিশু রাসেল কান্নাকাটি করছিল, পরে ঢাকা মাদারীপুর চন্দ্র গাড়ির এক সুপারভাইজার তাকে নিয়ে আসেন। যাচাই-বাছাই করে ছেলেটিকে তার সঠিক ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য আজিজুল ব্যাপারীর হাতে তুলে দেন।

শিশু রাসেল শেখ জানান, তার বাবার নাম আলামিন, মায়ের নাম তানিয়া, দাদার নাম আবু বাশার। সে আলী হাসান একাডেমি নামের একটি কেজি স্কুলে পড়াশোনা করে।

আজিজুল ব্যাপারী জানান, খোঁজাখুঁজি করে তার স্বজনকে না পেয়ে আমার বাড়ি নিয়ে আসি।

রাজৈর সমাজসেবা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘আমরা চেষ্টা করব শিশুটির বাবা মাকে খুঁজে বের করতে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ