সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা ও পয়োনিষ্কাশনের নালা বন্ধের প্রতিবাদ করায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় ছয়জন আহত হয়েছেন।
হামলায় তারা মিয়া (৪৫), আবু তাহের (৫৫) ও রাসেল ইসলাম ৩২) গুরুতর জখম হন। এ ছাড়া রুবেল (২৫), পাবেল (১৮) ও হাসান (৫০) নামে আরও তিন জন আহত হন। তাঁরা খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীদের ঘরের জানালার কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মো. রাসেল ইসলামের বাড়িসংলগ্ন লোকজনের চলাচল করার জন্য একটি নালাসহ পায়ে চলার কাঁচা রাস্তা আছে। অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন, তাঁর দুই ছেলে মো. টিটন ও মো. মিঠুন, স্ত্রী আকলিমা বেগম নালায় বালু ফেলে পয়োনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেন। ভুক্তভোগীরা নালার বালু তুলে পয়োনিষ্কাশনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করলে অভিযুক্ত ব্যক্তিরা রাস্তা বিক্রয় বাবদ ১৫ লাখ টাকা দাবি করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিবাদীদের পর পুনরায় পয়োনিষ্কাশনের নালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে অভিযুক্ত ব্যক্তিরা আগের দাবি করা টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে ভুক্তভোগীদের ওপর হামলা করেন অভিযুক্তরা।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান জানান, উভয়পক্ষ বসে ইয়াছিন মিয়ার দায়িত্বে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য সমাধান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে।