হোম > ছাপা সংস্করণ

ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে বসতভিটা ছাড়ার হুমকি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর বসতভিটা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সুবিদখালী বাজার সংলগ্ন পূর্ব সুবিদখালী গ্রামের শামসুল হক নামের ওই ব্যবসায়ীকে এ হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ীর স্ত্রী মেরিনা পারভীন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। একই গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে মানিক হাওলাদার ও মৃত আজিজ ফকিরের ছেলে আতিককে আসামি করে এ অভিযোগ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, মানিক হাওলাদার ও আতিক দীর্ঘদিন ধরে ব্যবসায়ী শামসুল হকের ভোগ দখলীয় এক খণ্ড সম্পত্তি দখল নেওয়ার পাঁয়তারা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে ওই ব্যবসায়ীকে মারধরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছেন। গত ৯ নভেম্বর রাতে শামসুল হক তাঁর বাসার পেছনে টিউবওয়েলের কাছে যাওয়া মাত্র মানিক ও আতিক আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁকে ভয়ভীতি দেখান এবং জমিজমা ও বসতভিটা ছেড়ে চলে যেতে হুমকি দেন। যদি তিনি বসতভিটা না ছাড়েন তাহলে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে খুন করার হুমকি দেন তাঁরা।

অভিযুক্ত মানিক হাওলাদার ও আতিক বলেন, ‘আমরা তাঁকে কোনো ভয়ভীতি দেখাইনি। তাঁর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ