কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ ফয়েজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বুধবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ও সন্ত্রাসী ফয়েজুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানার একটি হত্যা মামলা রয়েছে।’
এ দিকে অভিযানে চালিয়ে অপহৃত রোহিঙ্গা রশিদ আহামেদ (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে এপিবিএন। গত বুধবার দুপুরে জাদিমুরা ক্যাম্পের সাব-ব্লক-বি,/ ১১ ক্যাম্প নম্বর-২৭ জাদিমুড়া পাহাড়ের পাদদেশ অভিযানে চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।