হোম > ছাপা সংস্করণ

সখীপুরে দুই ইউপিতে প্রশাসক নিয়োগ

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। যা গতকাল সোমবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ওই বিজ্ঞপ্তি পৌঁছায়।

নবগঠিত বড়চওনা ইউপিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোরাদ হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হযরত আলী ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বড়চওনা ইউপির সদস্য হিসেবে নিয়োগ পান।

অন্যদিকে নবগঠিত হতেয়া-রাজাবাড়ি ইউপির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। এ ছাড়া এই ইউপির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর আলম, উপজেলার দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. আমীর আলী, উপসহকারী প্রকৌশলী (বিএডিসি) মো. রুবেল মিয়া ও এলজিইডির সার্ভেয়ার মো. ফরমান আলী।

উল্লেখ্য জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনিক কাজের সুবিধার্থে উপজেলার দুই ইউপিকে চার ইউপিতে রূপান্তরিত করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ