রংপুর প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
সাজ্জাদ বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বোতলার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০০ ইয়াবাসহ সাজু মিয়াকে আটক করা হয়। তিনি বাহার কাছনার দাওয়াইটারী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।