হোম > ছাপা সংস্করণ

রিমান্ড শেষে ইউপি চেয়ারম্যান কারাগারে

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার এক দিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তিনি শাহীন চৌধুরীকে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি ঘটনাস্থলে সালিস করে দিতে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদ দাবি করেন। তবে শাহীন চৌধুরীর সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে তার সহযোগীরা শাহীন চৌধুরীকে মারধর করেছেন বলেস্বীকার করেছেন।

আদালতের নির্দেশ মোতাবেক গত মঙ্গলবার সন্ধ্যায় শাহীন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইউপি চেয়ারম্যানকে থানায় নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৌরজিত বড়ুয়া।

শাহীন চৌধুরী হত্যা মামলার দুই নম্বর আসামি ও মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোকে গত সোমবার এক দিনের রিমান্ডে পাঠান আদালত। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা নোমান পুলিশের পাঁচ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নুরুজ্জামান ভুট্টো মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৩ ডিসেম্বর পরশুরামে দোকান কর্মচারী শাহীন চৌধুরীকে হত্যা মামলার দুই নম্বর আসামি তিনি।

এর আগে গত ২৫ ডিসেম্বর মো. রহিম ও মো. আরিফ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফেনী জজকোর্টের আইনজীবী গাজী তারেক আজিজ জানান, ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। নির্দেশ দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ