হোম > ছাপা সংস্করণ

শিক্ষার্থীদের টিকাদান শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশে ৮৫০ জন এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়। এর মাধ্যমে জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

সিভিল সার্জনের কার্যালয় ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এই টিকা দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হুমায়রা আক্তার ও সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান্

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের তালিকা তৈরি করে ৮৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের করোনার টিকা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালের দুজন নার্স এ টিকা দেন। করোনার প্রকোপ কমে যাওয়ায় দীর্ঘ দিন পর স্কুল-কলেজ খোলা হলেও করোনা থেকে ঝুঁকিমুক্ত না শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ সময় পর হলেও টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা।

টিকা নিতে আসা এইচএসসি পরীক্ষার্থী তামিমা আক্তার বলেন, ‘দীর্ঘ দিন পর স্কুল ও কলেজ খোলায় আমরা ক্লাস করতে পারছি। তবে আমরা করোনা নিয়ে আতঙ্কে ছিলাম। এখন আমরা করোনা টিকা নিতে পেয়ে খুশি। এতে আমরা নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবো এবং আমরা করোনা ঝুঁকিমুক্ত থাকব।’

তামিমার মত প্রায় একই কথা বলেছেন পরীক্ষার্থী তাহেরা ইসলাম ও পুরবী মন্ডলও।

শেখ হাসিনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হুমায়রা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগের জন্য সব শিক্ষার্থীর পক্ষে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ টিকা দেওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।’

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ফাইজারের কারোনা টিকায় স্বাস্থ্যঝুঁকি না থাকায় শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ