চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দুই যুবলীগ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছে উপজেলা যুবলীগ।
গতকাল শনিবার পটিয়া উপজেলা যুবলীগের এক জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন। তাঁদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। না দিলে তাঁদের ব্যাপারে যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির।
ইমরান উদ্দিন আরও বলেন, ‘আমরা আশা করছি, তাঁরা যুবলীগের নির্দেশনা মেনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’