হোম > ছাপা সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদল এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ মিছিল করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে উপজেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ মিছিল করেন উপজেলা ছাত্রদলের নেতা–কর্মী ও সমর্থকেরা।

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি প্রাগপুর-কুষ্টিয়া প্রধান সড়কের তারাগুনিয়া এলাকা প্রদক্ষিণ করে। স্থানীয়দের দাবি, দৌলতপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের এমন কোনো কর্মসূচি হতে দেখা যায়নি।

কোটচাঁদপুর (ঝিনাইদহ): মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা। সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মুক্তির স্লোগানে মিছিল করছে বিএনপির নেতা–কর্মীরা। সে সময় তাঁদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও স্থানীয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন খোকনের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ