হোম > ছাপা সংস্করণ

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

মুলাদী প্রতিনিধি

বরিশালের মুলাদীর বাটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। ১০টি নির্বাচন কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোটের পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার অনেক ভোটার।

এ ছাড়া পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি ও গোসাইরহাট উপজেলার ইউনিয়নগুলোর নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই এলাকা থেকে বহিরাগতরা নির্বাচনের সময় বাটামারা ইউপিতে এসে ভোটের পরিবেশ অশান্ত করতে পারে বলেও মনে করছেন তাঁরা।

জানা গেছে, নদীর কারণে বাটামারা ইউনিয়ন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। এই ইউপিতে ইতিমধ্যে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৩১জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ১১জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকায় বহিরাগতদের আনাগোনায় ভোট কেন্দ্রগুলো বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউপির প্রবীণ ভোটার হামেদ আলী জানান, ‘নির্বাচন এলেই ভয় হয়। নির্বাচনের আগে পরে সহিংসতায় হতাহত হয়।’

বাটামারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান, ‘পাশের উপজেলায় নির্বাচন হয়ে গেছে। সব ইউপিতে একসঙ্গে নির্বাচন হলে সংঘাতের আশঙ্কা কম ছিল।’ বাটামারা ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু জানান, বেশ কিছু ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ। এতে ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।

বাটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাস্টার শহীদুল ইসলাম বলেন, কিছু কেন্দ্রে নজরদারি বাড়াতে হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের নজরদারি থাকবে। কেউ নাশকতার চেষ্টা করতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ