মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। পঞ্চম ধাপে দেশের ৭০৭টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গতকাল শনিবার এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৭ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৯ ডিসেম্বর এবং প্রত্যাহার ১৫ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
কমলগঞ্জ উপজেলার যে ৯টি ইউপিতে ভোট হবে, সেগুলো হল রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমশেরনগর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ সদর, ইসলামপুর ও আলীনগর।