শিবচরে শতবর্ষী একটি পিতলের ডেক চুরি হয়ে গেছে। গত বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় গ্রামের খবির উদ্দিন মৌলভির বাড়ি থেকে ডেকটি চুরি করে নিয়ে যায় চোরচক্র।
শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় এক বাড়ির সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা ডেক সদৃশ কিছু একটা নিয়ে যাচ্ছে ৩-৪ জন লোক। ধারণা করা হচ্ছে, ভ্যানে করেই ডেকটি চুরি করে নিয়ে যায় চোরচক্র।
মৌলভী বাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভির নাতি হাবিব মুন্সী বলেন, ‘ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেকটি নেই। ডেক যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেকটি বের করেছে। এই ডেকটি এক শ বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিল। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেকটি দেখতে আসত।’
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’