মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান অভিনীত ‘বন্ধু আমরা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ভারতের আরও দুটি উৎসবে অফিশিয়াল আমন্ত্রণ পেয়েছে।
একটি চলতি মাসের ২৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া ‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, অন্যটি আগামী বছর ২৯ এপ্রিল শুরু হতে যাওয়া ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসব কর্তৃপক্ষ মেইল পাঠিয়ে ‘বন্ধু আমরা’র অফিশিয়াল সিলেকশনের বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা শামীম জামানকে। এর আগে গত নভেম্বরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫২তম আসরে স্থান পেয়েছিল ‘বন্ধু আমরা’।