বুড়িচং উপজেলায় সপ্তম ধাপের ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের একজনসহ ৩১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। এসব ইউপিতে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় প্রার্থীরা তাঁদের জামানত হারাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব প্রার্থীদের মধ্যে রাজাপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা জামানত হারাচ্ছেন। একই ইউপিতে আরও ৫ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। এ ছাড়া বাকশীমূল ইউপিতে ৬ জন, বুড়িচং সদরে ১, ষোলনলে ১, পীরযাত্রাপুরে ৪, ময়নামতিতে ৩, মোকামে ২, ভারেল্লা উত্তরে ১, ভারেল্লা দক্ষিণে ৭ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।
উল্লেখ্য, গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ৯টি ইউপির ৩ টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ৬ টিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮২ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ মোট ৫০০ প্রার্থীর মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়র হোসেন বলেন, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। সেই অনুযায়ী চেয়ারম্যান পদে ৬১ জনের মধ্যে ৩১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।