ফুলতলায় হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছিল।
আহতদের মধ্যে ৮ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে ও রোববার সকালে মা ও ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দুপুরে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর আত্মীয় সলেমানের সঙ্গে অপর রোগীর আত্মীয় তানজিয়া খাতুন আশার সঙ্গে কাটাকাটি ও গালিগালাজ শুরু হয়। এ নিয়ে কমপ্লেক্সের ভেতরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হন।
তবে আহতদের মধ্যে বিউটি বেগমের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এ ব্যাপারে বিউটি খাতুনের স্বামী মিজানুর রহমান বাদি হয়ে ৫ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন।
এ ব্যাপারে ওসি মোঃ ইলিয়াস তালুকদার জানান, মামলার পর পরই দুই জন এবং রোববার অপর এক জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।