জাপানের ওসাকা শহরের কিতা ওয়ার্ডে গতকাল সকালের দিকে একটি ছোট বাণিজ্যিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এতে ভয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন, যাঁদের ১৭ জন পুরুষ এবং ১০ জন নারী। ঘটনার ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে উল্লেখ করা হয়েছে দ্য জাপান টাইমসের প্রতিবেদনে।
দেশটির ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল সকাল ১০টা ২০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই বহুতল ভবনের পঞ্চম তলায় একটি মনোরোগবিদ্যা ক্লিনিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে এক ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ থেকে তরল দ্রব্য পড়তে দেখা গেছে। আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছেন সংশ্লিষ্টরা।