উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন হোসেন আলী ও সবদুল জোয়ারদার (গেজেন) নামের দুই ব্যক্তি। সড়কে সদ্য লাগানো চারা গাছ তুলে ফেলার অভিযোগে গত বৃহস্পতিবার পুলিশ নিজ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
কোটচাঁদপুর উপজেলা প্রকৌশল অফিসের সুপার ভাইজার আবদুর রহিম জানান, উপজেলার এলাঙ্গী থেকে চাঁদ পাড়া ১ হাজার ৩০০ মিটার সড়ক। এ সড়কে সদ্য ১ হাজার ১০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সম্প্রতি এসব চারার মধ্যে ২৭০টি চারা কে বা কারা তুলে ফেলে।
বিষয়টি জানতে পেরে প্রকৌশলী রুহুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং হোসেন আলী ও গেজন নামের দুজন গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় গত সোমবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী যান উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। এরপর তাঁদের সুপারিশে দুজন মুচলেকায় ছাড়া পান। এ ছাড়া ক্ষতিপূরণ হিসেবে তুলে ফেলা গাছের চারা পুনরায় রোপণ করার প্রতিশ্রুতিও দেন ওই দুজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ‘অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে মুচলেকা দিলে তাঁদের ছেঁড়ে দেওয়া হয়েছে।