লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো হলেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন। রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে তাঁর। সেটা হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল সোমবার বিকেলে প্রতিদিনের মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনায় বসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সেখানে সার্বিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, খালেদা জিয়া এখন মোটামুটি ভালো আছেন। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অবস্থার অবনতি হয়নি। তবে তাঁর শরীর মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং যেকোনো সময় খারাপ কিছু হওয়ার আশঙ্কা রয়েছে।
বিএনপির সমাবেশ আজ
খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে ২৫ নভেম্বর থেকে আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে বেলা ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সাংবাদিকদের মানববন্ধন
খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী সাংবাদিকেরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ব্যানারে এই মানববন্ধন থেকে বক্তারা বলেন, খালেদা জিয়া সারা জীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। অথচ দুঃখের বিষয় তাঁর চিকিৎসার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁরা বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে আজ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। দ্রুত আপনারা (সরকার) খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন।’