‘টাইগার’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ফ্র্যাঞ্চাইজির পর এবার আলিয়ার হাত ধরে গুপ্তচর ব্রহ্মাণ্ডের নতুন দরজা খুলতে চলেছে যশ রাজ ফিল্মস। নিয়ে আসছে নারীপ্রধান স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’। ‘দ্য রেলওয়ে মেন’খ্যাত নির্মাতা শিব রাওয়াল পরিচালনা করছেন সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ সিনেমায় আলিয়ার বিরুদ্ধে ভিলেন হিসেবে দেখা যাবে ববি দেওলকে।
এর আগে ‘অ্যানিমেল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে সাড়া ফেলেন ববি। রণবীর কাপুরের বিপরীতে তাঁর চরিত্রের নৃশংসতা চমকে দিয়েছিল। ববি এবার লড়ছেন রণবীরপত্নী আলিয়ার বিরুদ্ধে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্ধেরির যশ রাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয় আলফার শুটিং। সেখানকার কাজ শেষ করে ইউনিট এখন গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সেখানে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে।
পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যটির শুটিং হচ্ছে চার দিন ধরে। যে দৃশ্যে ববি ও আলিয়াকে মুখোমুখি হতে দেখা যাবে। হাতাহাতি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে যুদ্ধ—সবই থাকবে এ দৃশ্যে। শুটিংয়ের কোনো ছবি কিংবা লুক যাতে ফাঁস না হয়, সে জন্য প্রযোজক আদিত্য চোপড়া ১০০ জন নিরাপত্তারক্ষী নিযুক্ত করেছেন। বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে শুটিং সেটেও।