হোম > ছাপা সংস্করণ

তালতলীতে শত্রুতার পানিতে নষ্ট তিন একর খেসারিখেত

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে এক কৃষকের তিন একর জমিতে পানি দিয়ে খেসারিখেত নষ্ট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ, এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তালতলী থানায় অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের পাওয়াপাড়া গ্রামের কৃষক রাসেল হাওলাদার তাঁর তিন একর কৃষি জমিতে খেসারি ডাল রোপণ করেন। জমিতে খেসারির বাম্পার ফলনের আশা দেখছেন তিনি। কিন্তু শুক্রবার রাতে বিআরডিসির সেচ মেশিন দিয়ে ওই এলাকার কালাম ও আরিফ নামের দুই কৃষক রাসেলের জমিতে পানি উত্তোলন করেন। এতে রাসেলের ৩ একর জমির খেসারি ডালের গাছ গুলো বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করেছে। এতে রাসেলের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষক রাসেল বলেন, ‘কালাম ও আরিফ জোর করে আমার জমিতে পানি উঠিয়ে খেসারিখেত নষ্ট করে ফেলেছে। আমার বর্তমানে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে কালাম বলেন, ‘আমার জমি চাষাবাদের জন্য পানি উঠিয়েছি। তাঁদের জমি পাশাপাশি হওয়াতে আইল পার হয়ে সামান্য পানি তাঁর জমিতে গেছে। এতে তেমন কোনো ফসলের ক্ষতি হয়নি।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ