বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে বিদ্যমান পুরাতন নলকা সেতুটি যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বেশির ভাগ সময় ব্যস্ততম এই মহাসড়কে সেতুর কারণে যানজট লেগে থাকছে। এ অবস্থায় চার লেনের আরেকটি নতুন সেতু নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই সেতুর প্রায় ৭৪ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে যান চলাচলের জন্য নতুন নলকা সেতু চালু করতে চায় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন প্রকল্পের আওতায় নলকা সেতুর নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
বৈঠকের সূত্র জানায়, ব্যস্ততম মহাসড়কে নতুন নলকা সেতুর কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছে। ২৯৬ মিটার চার লেনের সেতুর মোট আটটি পিলারের মধ্যে সব পিলারের পাইল ক্যাপ, পিলার কলাম ও পিলার হেড নির্মাণকাজ শেষ হয়েছে। নির্মাণাধীন এই সেতুর মোট ৪৬টি গার্ডারের মধ্যে ২৪টি গার্ডার বসানো হয়েছে। সাতটি ডেক স্ল্যাবের মধ্যে দুটি ডেক স্ল্যাবের ঢালাই শেষ হয়েছে।
সেতুর দুই দিকে ২৭ মিটারের ভায়াডাক্ট (উড়ালপথ) রয়েছে। এসব ভায়াডাক্টের কলামের কাজ শেষ হয়েছে। এখন স্ল্যাব নির্মাণের কাজ চলছে।
সেতুর কাজ দ্রুত বাস্তবায়নে সভায় বলা হয়েছে, সিমেন্ট, বালু, ক্রেন ইত্যাদির ক্রমাগত সরবরাহ বাড়াতে হবে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে জনবল ও যন্ত্রপাতি আরও বাড়াতে হবে।