নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইন ট্রেডিং অ্যাপস বিনানীর মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী ও প্রতারক চক্রের সদস্য সঞ্জয় চন্দ্র ধরকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মৌলভীবাজারের রাজনগরের কলেজ পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় চন্দ্র ধরের বিরুদ্ধে মৌলভীবাজারের রাজনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।