লাকসাম মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার লাকসাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। পরে সেখান থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী ও মনোহর আলী তোতা। শোভাযাত্রাটি লাকসাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। বিজয় শোভাযাত্রার ভ্রাম্যমাণ মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র মো. আবুল খায়ের, লাকসাম সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম, ইউএনও এ কে এম সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ প্রমুখ।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের হটিয়ে লাকসাম-মনোহরগঞ্জের নিয়ন্ত্রণ নেন।