শেরপুরের নকলায় তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ৭ নম্বর টালকী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামানের পক্ষে নির্বাচনী জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে টালকী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পোয়াভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান প্রমুখ।
জনসভায় বক্তারা নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।