হোম > ছাপা সংস্করণ

বিয়ের দাবিতে দুদিন ধরে তরুণীর অনশন

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিয়ের দাবিতে এক সেনাসদস্যের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামে।

গতকাল শনিবার দুপুরে ওই গ্রামের সেনাসদস্য ইব্রাহীম খলিলের বাড়িতে গিয়ে দেখা গেছে, ওই তরুণী বাড়ির বারান্দায় বসে আছেন। ইব্রাহীম মন্ডলাদাম গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘আড়াই বছর আগে ইব্রাহীমের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ইব্রাহীম বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। বিয়ের কথা বললে তিনি বাড়িতে প্রস্তাব পাঠাতে বলেন। গত শুক্রবার বিকেলে আমি বিয়ের দাবিতে তাঁর বাড়িতে এসে উঠেছি। কিন্তু আমি আসার পর ওই দিনই ইব্রাহীম বাড়ি থেকে পালিয়েছেন।’

তরুণী আরও বলেন, ‘দুই দিন ধরে আমি শুধু পানি খেয়ে বেঁচে আছি। ইব্রাহীম আমাকে বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে নড়ব না।’

এ বিষয়ে জানার জন্য সেনা সদস্য ইব্রাহীম খলিলের মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় ইউপি সদস্য আনার আলী বলেন, ‘প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেয়েটি ওই সেনাসদস্যের বাড়িতে এসে অনশন করছে। বিষয়টি আমি ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি।’

ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, ‘মেয়েটি পার্শ্ববর্তী ইউনিয়নের, তাই ওই এলাকার চেয়ারম্যানসহ আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ