দাউদকান্দিতে ১৪ হাজার ইয়াবাসহ মুন্সী আজমীর হোসেন (৩৫) নামের পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
গ্রেপ্তার মুন্সী আজমীর হোসেন চট্টগ্রামের বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারির কালিগাতী গ্রামের বাসিন্দা।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। চালক নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলেও আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সী আজমীর হোসেন ও পলাতক এক আসামিসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।