ভারত থেকে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম কেনার সাড়ে ৩৭ কোটি ডলারের একটি চুক্তি চূড়ান্ত করেছে ফিলিপাইন। উপকূলভিত্তিক জাহাজবিরোধী এসব ক্ষেপণাস্ত্র সরঞ্জামের সরবরাহ শিগগির শুরু হবে। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা গত শুক্রবার এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই চুক্তির অধীনে ভারতের সামরিক সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড’ তিনটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি, ট্রেন অপারেটর, রক্ষণাবেক্ষণকারী এবং যাবতীয় লজিস্টিক সহায়তা সরবরাহ করবে। ২০১৭ সালে ওই চুক্তির আলোচনা শুরু হলেও বাজেট ঘাটতি ও করোনার কারণে এত দিন দেরি হয়েছে।
ইতিপূর্বে ২০১৮ সালে ইসরায়েল থেকে স্পাইক ইআর ক্ষেপণাস্ত্র কিনেছে দেশটি। নতুন এসব সামরিক সরঞ্জাম দেশটির প্রতিরক্ষাব্যবস্থা, বিশেষত সমুদ্রের সীমান্ত নিরাপদ করবে। দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্ব থাকলেও ভারত থেকে ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং।