রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডে এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অপর প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় দিঘিরপাড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (৩০)। তিনি স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলীর সমর্থক।
ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, জাহাঙ্গীর আলম তাঁর পক্ষে কাজ করায় অপর প্রার্থী মো. হাছানের সমর্থকেরা তাঁকে মারধর করেন। মো. হাছানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।