নাটোরের লালপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের ওই শিশু মা-বাবার সঙ্গে হারিয়ে যাওয়া মুরগি খোঁজার জন্য বাড়ির পাশের আমবাগানে যায়। সেখানে মুরগি না পেয়ে শিশুকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে তাঁরা বাড়িতে ফিরে আসেন।
এ সুযোগে ওই ইউনিয়নের তুহিন (২৫) চকলেট কেনার টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে কাছে ডাকে। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ঘটনার দুই দিন পরে শিশুটির প্রস্রাবে সমস্যা দেখা দিলে আস্তে আস্তে তার মা-বাবার কাছে ঘটনা খুলে বলে। এ ঘটনায় গত মঙ্গলবার শিশুর বাবা লালপুর থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।