সামাজিক ও প্রেমের গল্প নিয়ে ‘রুখে দাঁড়াও’ বানিয়েছেন সুকুমার চন্দ্র দাশ। এই সিনেমার মাধ্যমে প্রায় পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়ক কায়েস আরজু। তিনি বলেন, ‘কৃষ্টি-কালচার, আমাদের প্রাত্যহিক জীবন, পরিবার ও সমাজে ঘটে যাওয়া বাস্তব গল্প দেখা যাবে সিনেমায়।
সব শ্রেণির দর্শকের কাছে গল্পটি ভালো লাগবে। আমার চরিত্রের নাম সানি। সানি একটি বিদ্রোহী চরিত্র। শিক্ষপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া সব ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে।’
সিনেমায় আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত প্রমুখ। ১৯ হলে মুক্তি পাবে সিনেমাটি।