বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৮১৫টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। গত রোববার বিকালে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপপরদর্শক (এসআই) মো. আল-আমিনসহ পুলিশের একটি দল ওই অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
আটক রবিউল আলম (১৯) উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া টিভি টাওয়ার এলাকায় বাসিন্দা।
ঘুমধুম পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল আলমকে আটক করতে সক্ষম হন পুলিশ। জব্দ করা ইয়াবার অনুমানিক মূল্য ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।