হোম > ছাপা সংস্করণ

প্রচারের সুষ্ঠু পরিবেশ চাইলেন প্রার্থীরা

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার-প্রচারণায় সুষ্ঠু পরিবেশ চাইলেন প্রার্থীরা। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের কাছে প্রার্থীরা এই দাবি জানান।

বক্সমাহমুদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন বলেন, তিনি চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকে হামলা, হুমকিসহ বিভিন্ন বাধার শিকার হচ্ছেন।

জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, এখন পর্যন্ত তিনি তাঁর আনারস প্রতীকের পোস্টার কোথাও লাগাতে পারেননি। তাঁর প্রচার মাইক রাস্তায় বের হলেই বাধা দেওয়া হচ্ছে।

উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন মোশা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনে প্রার্থীরা স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে পারছেন না। কেন তাঁরা বাধার মুখে পড়ছেন এ বিষয়ে তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

চিথলিয়া ইউপির ছয়জন ইউপি সদস্য প্রার্থী নির্বাচনে স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে না পেরে ইতিমধ্যে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। যদিও সদস্য নির্বাচনে দলীয় পরিচয় নেই।

পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, আসন্ন ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা সভার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার জানান, সব প্রার্থী প্রচার-প্রচারণায় সমান সুযোগ পাবেন। কেউ কোথাও বাধার সম্মুখীন হলে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে পরামর্শ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ