সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের মারধরে গোলবার হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গোলবার হোসেন ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে শাকিল আহমেদ (৩০)।
গোলবার হোসেনের ভাই আব্দুল মজিদ জানান, প্রতিবেশী মো. দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিনের কাছে থেকে গোলবার হোসেন পাঁচ মণ ধান গত অগ্রহায়ণ মাসে ধার নেন। তাঁদের কাছে সুদসহ ধানের টাকা ফেরত দেওয়ার জন্য সময় নেন গোলবার। কিছুদিন আগে তিনি কয়েক হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু সুদের টাকা দিতে পারেননি। বুধবার সন্ধ্যায় শাকিলকে আড়ংগাইল বড় বাজারে দেখতে পেয়ে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে মো. আল-আমিন, মো. আলমগীর হোসেন, মো. আশরাফুল ইসলামসহ রুবেল আহমেদ লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন।
তখন শাকিলের বাবা ও চাচা মজিদ তাঁদের ঠেকাতে গেলে গোলবারকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন বাবা-ছেলেকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম রাকিবুল হাসান জানান, গোলবার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। আর শাকিলকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোলবার হোসেনকে বগুড়ার শজিমেকে নেওয়ার পথে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলবারের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।