হোম > ছাপা সংস্করণ

অধ্যক্ষের পরামর্শ: পরীক্ষার্থীদের জন্য করণীয়

মো. মাহমুদুল হাসান

প্রিয় শিক্ষার্থী, নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমাদের এইচএসসি পরীক্ষা সন্নিকটে। আশা করি সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছ। কীভাবে অল্প সময়ে শেষ সময়ের প্রস্তুতি নেবে, সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো।

  • তোমার জীবনে এইচএসসি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ ভবিষ্যৎ বিনির্মাণ। সে কারণে এ মুহূর্তে একটুও সময় নষ্ট করা যাবে না। তোমার ধ্যান-জ্ঞান, চেষ্টা সামগ্রিকভাবে পরীক্ষার জন্য বিনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান, যার সফল ব্যবহারই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে।
  • দুর্বল, জটিল বা কঠিন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতে হবে। এখন সিলেবাসে নতুন কোনো বিষয় পড়া সমীচীন নয়। তবু গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাদ পড়ে গেলে তা অবশ্যই আয়ত্ত করে নিতে হবে।
  • কোনো বিষয়ে প্রস্তুতির ঘাটতি থাকলে কিছুতেই হতাশ হওয়া যাবে না। কারণ, হতাশা পেয়ে বসলে তোমার ভালো ফল অর্জনকে ব্যাহত করবে। এখন ভালো প্রস্তুতির পাশাপাশি শারীরিক স্বাস্থ্য ও মানসিকভাবে উৎফুল্ল থাকার প্রতি জোর দিতে হবে।
  • সবার আগে পরীক্ষার হলে পরিকল্পনা থাকবে যেন কোনো প্রশ্নের উত্তর বাদ না যায়। সব MCQ, CQ লিখে পূর্ণ নম্বর পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। CQ-এর ক্ষেত্রে যে কটি প্রশ্ন থাকে, তার থেকে নির্ধারিত এবং অপেক্ষাকৃত ভালো জানা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মনোনিবেশ করতে হবে। MCQ-এর ক্ষেত্রে সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, প্রতিটি সেকেন্ড কাজে লাগিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করে উত্তর দিতে হবে।  
  • খুবই সাবধানতার সঙ্গে মাথা ঠান্ডা রেখে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও সেট কোড সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে কোনো ধরনের ভুল করা চলবে না।
  • একজন পরীক্ষক অবশ্যই যথাযথভাবে খাতা মূল্যায়নের সর্বোচ্চ চেষ্টা করেন। সে ক্ষেত্রে পরীক্ষার খাতাটি অবশ্যই পরিপাটি এবং পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো ভুল হলে বেশি কাটাকাটি, ঘষা-মাজা না করে খাতার সৌন্দর্য বজায় রাখতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর চমৎকার আর নান্দনিকভাবে উপস্থাপন করে পরীক্ষকের কাছ থেকে সর্বোচ্চ নম্বর আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে।
  • পরীক্ষার দিন সকালে সব প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হবে। কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।
  • পরিশেষে আবারও শুভেচ্ছা রইল। তোমাদের যেহেতু পরীক্ষার সময় খুবই কম, তাই এই কম সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুস্থ থাকতে পুষ্টিকর খাবার গ্রহণ, পরিমিত ঘুম, শরীরচর্চার মাধ্যমে নিজেকে সতেজ রাখার বিষয়টি খেয়াল রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যদি তুমি সিদ্ধান্ত নাও জীবনে ভালো কিছু করার, তাহলে এইচএসসি পরীক্ষায় ভালো এবং কাঙ্ক্ষিত ফল অর্জনের মাধ্যমেই তোমার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

মো. মাহমুদুল হাসান, অধ্যক্ষ, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ