হোম > ছাপা সংস্করণ

উৎসাহ-উদ্দীপনায় ৭ম ব্যাচের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের (ইউএসবিএমসি-০৭) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে স্বাগত জানান কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে একজন আদর্শ চিকিৎসক হয়ে এ দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শিক্ষা গ্রহণ ও জীবনে ব্রতী হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহসভাপতি ও বিপিএমপিএর মহাসচিব ডা. জামাল উদ্দিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের দেশের মানুষের কথা বিবেচনা করে আদর্শ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান।

ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল গনি, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আব্দুল মতিন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য ও অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রওশন আরা খানম প্রমুখ বক্তব্য দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ