হোম > ছাপা সংস্করণ

নির্মাণের এক বছরেই ধসে গেল সেতুর সংযোগ সড়ক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইমামগঞ্জ-বাসাইল-গুয়াখোলা-রামকৃষ্ণদী সড়কের বাসাইল বাজার-সংলগ্ন ইছামতী শাখা নদীর ওপর সেতুর সংযোগ সড়কের অংশ ধসে গেছে। নির্মাণের এক বছরের মাথায় সেতুটির সংযোগ সড়ক ধসে গেল। দীর্ঘদিন ধরে এই সেতু দিয়ে পথচারী, যানবাহনের চালকসহ হাজারো মানুষকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে।

গত শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়কের এক পাশ ধসে গেছে। এতে যানবাহন চলাচল করতে পারছে না। এলাকাবাসীকে হেঁটে চলাচল করতে হচ্ছে।

জানা যায়, বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় ৩০ মিটার পিসি গার্ডার সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয় ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯৮৫ টাকা এবং নির্মাণের সময়সীমা দেওয়া হয়েছিল ২০১৯ সাল পর্যন্ত; কিন্তু ঠিকাদার কোম্পানি এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজ শেষ করে ২০২১ সালের মার্চ মাসে। সেতুর দুপাশের ঢালের অংশে তিন দিকে বালুর বাঁধ ও এক পাশ সিমেন্টের ব্লক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নির্মাণের পর থেকে সামান্য বৃষ্টির পানিতে তিন পাশের বালু সরে বড় বড় গর্ত হওয়ায় গাড়ি চলাচলে ঝুঁকির সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টির পানিতে সেতুর পশ্চিম পাশে গর্তের সৃষ্টি হওয়ায় ওই অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বাসাইল গ্রামের বাসিন্দা মো. সোহরাব খান বলেন, ‘প্রায় সময়েই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে। খুব দুর্ভোগ নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে।’ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানির কারণে সড়কটি ধসে গেছে, দ্রুত মেরামতের ব্যবস্থা করছি।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ