সিনেমার বাইরে ইলিয়াস কাঞ্চনকে অনিয়মিতভাবে ছোট পর্দায়ও দেখা যায়। গল্প, চরিত্র পছন্দ হলে নাটক, টেলিফিল্মের চরিত্র হয়ে দেখা দেন তিনি। এবার এই জনপ্রিয় অভিনেতা হাজির হয়েছেন ‘বইওয়ালা’ হয়ে।
এই নামে একটি নাটকে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, সুজন হাবিব, দাউদ নূর প্রমুখ। ‘বইওয়ালা’ নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে, এনটিভিতে।