হোম > ছাপা সংস্করণ

১০ কোটি টাকার চিনি ও চিটাগুড় অবিক্রীত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

চিনির দাম বেড়ে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা চিনি কল লিমিটেডের প্রায় ৬ কোটি টাকার চিনি ও ৪ কোটি টাকার মোলাসেস বা চিটাগুড় অবিক্রীত অবস্থায় রয়েছে। সুগার মিল কর্তৃপক্ষ আজকের পত্রিকার প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছে।

সুগার মিল কর্তৃপক্ষ জানায়, বিগত ২০২০-২১ অর্থবছরে আখমাড়াই মৌসুমে উৎপাদনকৃত এসব চিনি ও চিটাগুড় বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। অপরদিকে চিনি ও চিটাগুড় অবিক্রীত থাকলেও মিলের নিকট আখচাষিদের কোনো পাওনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জিল বাংলা চিনিকল সূত্রে জানা যায়, গত ২০২০-২০২১ অর্থ বছরে আখমাড়াই মৌসুমে ৫৮ হাজার ৯৫১ দশমিক ৮০ মেট্রিকটন আখমাড়াই করা হয়। ওই সময় ৩ হাজার ৯৮ দশমিক ৫০ মেট্রিকটন চিনি উৎপাদন করেছে মিলটি।

এর মধ্যে ৩ হাজার ১৪৩ দশমিক ৬০ মেট্রিকটন চিনি এ পর্যন্ত বিক্রি হয়েছে। আর ৭৬৪ দশমিক ৯০ টন চিনি এখনো অবিক্রীত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি ৭০ লক্ষ টাকা।

২০২০-২০২১ অর্থবছরে ১ হাজার ২৭১ দশমিক ৯৩৮ মেট্রিকটন চিটাগুড় অবিক্রীত অবস্থায় রয়েছে। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

মিলটির উৎপাদিত চিনির গুণগতমান ভালো বলে বেসরকারির পাশাপাশি সরকারিভাবে এ মিলের উৎপাদিত চিনির চাহিদা রয়েছে। অবিক্রীত ৭৬৪ দশমিক ৯০ মেট্রিকটন চিনি বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী বিভাগে ব্যবহারের জন্য সরবরাহ হবে বলে এখনো অবিক্রীত অবস্থায় রয়েছে।

জানা যায়, আগামী ১৭ ই ডিসেম্বর থেকে ২০২১-২২ অর্থ বছরের আখমাড়াই মৌসুম শুরু হবে। এই মৌসুমে চিনি উৎপাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে মিলটি। পরবর্তী মৌসুমে আখের উৎপাদন বৃদ্ধিতে চিনির উৎপাদন কয়েক গুণ বাড়ানোর জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিল কর্তৃপক্ষ।

জিল বাংলা চিনিকলের উপব্যবস্থাপক (বাণিজ্যিক) আজিজুল ওয়াহাব জানান, এই মিলটি দেশের সর্বোৎকৃষ্ট চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই মিলের চিনির বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতে চাহিদা রয়েছে।

জিল বাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল আজম জানান, আমাদের মিলে উৎপাদিত চিনি গুণেমানে অনন্য। বর্তমানে মিলে অবিক্রীত চিনি সরকারি খাতে ব্যবহৃত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ