হোম > ছাপা সংস্করণ

টিসিবির পণ্যে ছোলা বদলে আটার দাবি

মিঠাপুকুর প্রতিনিধি

পবিত্র রমজান মাসে সারা দেশের মতো মিঠাপুকুরে নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে উপকারভোগীদের অনেকে পণ্যের প্যাকেজে ছোলার বদলে আটা এবং চিনির পরিমাণ কমিয়ে সঙ্গে গুঁড়ো দুধ দেওয়ার দাবি জানিয়েছেন।

বর্তমানে চলছে টিসিবির পণ্য বিক্রির দ্বিতীয় ধাপ। এতে গতকাল মঙ্গলবার জেলার ২৩ হাজার ২৫৮ জন উপকারভোগী ফ্যামিলি কার্ড দেখিয়ে পণ্য কিনতে পেরেছেন। রংপুর সিটি করপোরেশনসহ সাত উপজেলায় শুধু তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করা হয়।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সিটি করপোরেশন এলাকার ৬ হাজার ২২৫, সদর উপজেলার ২ হাজার ৫৩৭, পীরগঞ্জের ১ হাজার ৫২২, মিঠাপুকুরের ৫ হাজার, গঙ্গাচড়ার ১ হাজার ৫২০, কাউনিয়ার ২ হাজার ৮৫৪, তারাগঞ্জের ১ হাজার ৬০০ ও বদরগঞ্জের ২ হাজার ব্যক্তি পণ্য পেয়েছেন। তাঁরার ৫৬০ টাকায় ২ লিটার সয়াবিন তেল এবং দুই কেজি করে চিনি, মসুর ডাল ও ছোলা কিনতে পেরেছেন।

গতকাল মিঠাপুকুর বাজারে টিসিবির বিক্রয়কেন্দ্রে একাধিক উপকারভোগীর সঙ্গে কথা হলে তাঁরা ছোলার পরিবর্তে আটা এবং দুই কেজি চিনির জায়গায় এক কেজি চিনি ও গুঁড়ো দুধ দেওয়ার দাবি জানান।

পণ্য কিনতে আসা রিকশাচালক বিদ্যুৎ মহন্ত বলেন, তাঁর এক মাসে দুই কেজি চিনির দরকার হয় না। গুঁড়ো দুধ দিলে শিশু ও প্রবীণদের উপকারে লাগবে।নাম প্রকাশ না করে এক গৃহবধূ জানান, ছোলার পরিমাণ কমিয়ে আটা দিলে ভালো হতো।

কেন্দ্রে একজন মধ্যবিত্ত কৃষককে টিসিবির পণ্য নিতে দেখা যায়। রাস্তায় তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, সয়াবিন তেলের জন্যই মূলত তিনি টিসিবির কার্ড নিয়েছেন।

বিকেলে কথা হয় আরেক রিকশাচালক চান মিয়ার সঙ্গে। তিনি ঈদের আগে আতপ চাল ও কম দামে মুরগি দেওয়ার দাবি জানান।

উপকারভোগীরা এসব বিষয় বিবেচনা করার জন্য বাণিজ্যমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের চাওয়া নিয়ে কথা হয় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের সঙ্গে। তিনি বিষয়টি টিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর আশ্বাস দেন।

এ বিষয়ে টিসিবির ডিলার খায়রুল মন্ডল জানান, বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে পণ্যসামগ্রী নির্ধারণ করা হয়। বর্তমানে সিটি করপোরেশন এলাকায় টিসিবি কর্তৃপক্ষ এবং জেলা ও উপজেলায় প্রশাসনের তদারকিতে পণ্য বিতরণ করা হচ্ছে।

যোগাযোগ করা হলে টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী জামাল উদ্দীন জানান, বাণিজ্য মন্ত্রণালয় যখন যে ধরনের পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশনা দেয়, সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়। ছোলার পরিমাণ কমিয়ে বা এর বদলে আটা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা মন্ত্রণালয়ের বিষয়, টিসিবির নয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ