শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে সিনবাদ বিশ্বাস (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিনবাদ ওই গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে। ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিনবাদের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, সকালে সিনবাদ বাড়িতে ধানের আবর্জনা পরিষ্কার করার জন্য ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।